মাত্রা ছাড়িয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কোভিড গ্রাফকে নিম্নমুখী করতে প্রয়োজন ভাইরাসের শৃঙ্খল ভঙ্গ করা। বিশেষজ্ঞদের এই পরামর্শ মেনেই এবার ১০ দিনের লকডাউন জারি করল তেলঙ্গানা সরকার। ১২ মে অর্থাৎ বুধবার থেকে জারি হবে এই নির্দেশিকা। একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে সেই রাজ্যের সরকার।
তেলঙ্গানা সরকারের তরফে বলা হয়েছে, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বাজার খোলা থাকবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর ছাড় দেওয়া হয়েছে। ১২ মে সকাল ১০টা থেকে রাজ্যে লকডাউন জারি হবে। এদিন একটি ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। রমজান এবং ঈদ উপলক্ষে রাস্তায় ও বাজারে জনসমাগম হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। সেই সময় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে মত চিকিৎসকদরে। সেই অনুমান করেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তেলঙ্গানা সরকার।
এদিকে, দেশে করোনা সংক্রমণে খানিকটা স্বস্তি। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল। সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন। তবে, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। একদিনে দেশে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৮২ জন।
Be the first to comment