করোনা দ্বিতীয় ঢেউয়ে বাংলাজুড়ে বাড়ছে সংক্রমণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লকডাউন না হলেও লকডাউনের মতো করে শৃঙ্খলা মেনে চলতে হবে রাজ্যবাসীকে। এদিকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এই প্রেক্ষিতে আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হবে কি? প্রশ্ন পড়ুয়া ও অভিভাবকদের। কী বলছে পর্ষদ?
কবে মাধ্যমিক, কীভাবে মার্কশিট দেওয়া হবে তা নিয়ে পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। আগামী ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা। ১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই পরীক্ষা পিছোচ্ছে না বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় খোদ পর্ষদ।
বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। রয়েছে করোনা সংক্রমণের ভয়। এই পরিস্থিতিতে আগামী ১ জুন মাধ্যমিক পরীক্ষার আয়োজন সম্ভব হবে না বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে পরীক্ষা বাতিল হোক, সেটা চাইছে না পর্ষদ। তারা চায় অতিমারিতে কিছুটা পিছিয়ে দেওয়া হোক পরীক্ষা।
প্রায় ১১ মাস পর নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল মাস কয়েক আগে। কিন্তু করোনা সংক্রমণ ফের সব স্কুল ফের বন্ধ থাকবে বলে গত ১৯ এপ্রিল জানায় নবান্ন। তবে অনলাইন ক্লাস যেমন চলছে, তেমন চলবে বলেও জানানো হয়। এর মধ্যে নির্বাচনে ভোট কেন্দ্র হওয়ায় এমনিতেই অনেক স্কুলই বন্ধ ছিল। তার মধ্যে করোনা পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে স্কুল বন্ধের ঘোষণা হয়। পরে মুখ্যমন্ত্রী জুন পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করেছেন।
এর আগে দেশে করোনা পরিস্থিতির দিকে নজর দিয়ে দশম শ্রেণির সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করে আইসিএসই। তার আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষাগ্রহণ পরে হবে বলে জানায় তারা। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এর মধ্যে মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
Be the first to comment