ইন্দোনেশিয়ার কালিমান্টান দ্বীপের এক নৌকাডুবিতে ৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ১৩ জন। নৌকাটি ৫ জন শিশুসহ মোট ৪৮ জন যাত্রী নিয়ে সোমবার বহন করছিলো। জাতীয় উদ্ধার সংস্থা এক বিবৃতিতে বলেছে, ১৩ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। বাকি সবাইকে উদ্ধার করা হয়েছে।
নৌকাটি তানজুং সেলর থেকে বোর্নেও দ্বীপের পাশে অবস্থিত তারাকান শহরের দিকে যাওয়ার পথে উল্টে গিয়ে এ ঘটনা ঘটে। কি কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত করছে।
ইন্দোনেশিয়ার নৌকাডুবির ঘটনা প্রায়ই লেগে থাকে। এই দুর্ঘটনা বিশ্বের সর্ববৃহৎ দ্বীপপুঞ্জে হওয়ার কারণ খবই দুর্বল এদের নিরাপত্তা ব্যবস্থা। ২০১৭ সালের জুলাই মাসে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে নৌকাডুবিতে অন্তত ১০ জন নিহত হয়েছিলেন, পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানান।
Be the first to comment