বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কলকাতায় ডিজেলের দাম আকাশ ছোঁয়া। গত ১৬ জুন থেকে দাম ওঠা নামা করলেও নববর্ষের শুরুতে তা বেড়ে হয় লিটার প্রতি ৬২.৩২ পয়সা। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়েই চলেছে। ২০১৪ সালের আগষ্টে বেড়ে হয়েছিল ৬৩.৮১ পয়সা তবে তখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ১১২ টাকা আর এখন বিশ্ববাজারে দাম ৬০ টাকা অর্থাৎ পুরো অর্ধেকক হওয়াতেও কলকাতায় ডিজেলের দাম এত বেশি। ভোগান্তি চরমে সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন জি.এস.টির কারণেই এত বেশি দাম।
Be the first to comment