পাকিস্তানের বিরুদ্ধে ধোঁকাবাজি ও জঙ্গি দমনে ব্যর্থতার অভিযোগে সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বছর শুরু করেছেন তিনি। বছরের প্রথমেই ট্যুইটে ট্রাম্প বলেন, বৈদেশিক সাহায্য হিসেবে প্রতিবছর আমেরিকার থেকে প্রচুর পরিমাণ ডলার অর্থ নিলেও, পাকিস্তান বরাবর জঙ্গিদের আশ্রয় দিয়ে এসেছে। পাকিস্তানকে প্রতিশ্রুতি অনুযায়ী সাড়ে ২৫ কোটি ডলার না পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, জঙ্গি দমনে পাকিস্তানের ব্যর্থতার কারণেই হয়ত আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে।
ট্যুইটে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ১৫ বছর ধরে বোকার মতো পাকিস্তানকে প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার অর্থ সাহায্য দিয়ে এসেছে। যার বিনিময়ে তারা কিছুই পায়নি। বরং আমেরিকান নেতাদের বোকা ভেবে পাকিস্তান মিথ্যা বলেছে ও প্রতারণা করেছে। উল্টে আফগানিস্তানে মার্কিন সেনারা যাদের খুঁজছে, পাকিস্তান তাদেরই নিরাপদ আশ্রয় দিচ্ছে। যথেষ্ঠ হয়েছে, আর সাহায্য নয়।
এদিকে ট্রাম্পের ট্যুইটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পাকিস্তান বলেছে, আফগানিস্তানে হেরে ক্ষেপে গেছেন ট্রাম্প।
Be the first to comment