মঙ্গলবার রাজ্যসভায় পেশ হলো না তিন তালাক বিরোধী বিল। তার পরিবর্তে বুধবার রাজ্যসভায় এই বিল পেশের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে লোকসভায় ধ্বনি ভোটে তিন তালাক বিল পাস হলেও রাজ্যসভায় তা হওয়ার সম্ভাবনা খুব কম। প্রস্তাবিত বিলে তাৎক্ষণিক তিন তালাকের শিকার হওয়া মুসলিম মহিলাদের বেশ কিছু অধিকারও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট মহিলা নিজের ও নাবালক সন্তানদের জন্য স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করতে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারবেন। পাশাপাশি, তিনি সন্তানদের হেফাজতের আবেদনও করতে পারবেন। কংগ্রেস, ডিএমকে, এআইএডিএমকে-সহ একাধিক রাজনৈতিক দল চাইছে তিন তালাক বিল সংসদীয় কমিটির কাছে যাক। ওই বিলে তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের ব্যবস্থা রাখা হচ্ছে। এর ফলে মুসলিম মহিলাদের ক্ষতি হবে বলেই মনে করছে কংগ্রেস। এই বিষয়েই আলোচনা চেয়ে বিলটিকে সংসদীয় কমিটির কাছে পাঠাতে চাইছে রাহুল গান্ধীর দল।
এদিকে, কংগ্রেস জানিয়ে দেয়, অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ দলীয় তথা অন্যান্য বিরোধী সাংসদদের সঙ্গে নিজের ঘরে বৈঠক করেন। জানা গিয়েছে, কংগ্রেস এই বিলে কিছু সংশোধনের দাবি করতে পারে।
Be the first to comment