মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্নে গিয়ে তিনি তাঁর দায়িত্ব বুঝে নেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের ঘরেই আলাপনবাবু বসবেন।
বিধানসভা নির্বাচনের আগে ওই পদ থেকে সুরজিৎকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট মিটে গেলেও ওই পদে আর সুরজিৎকে ফিরিয়ে আনা হয়নি। তিনি রয়েছেন অন্য সরকারি পদে। সেই থেকেই তাঁর ঘরটি ফাঁকা রয়েছে। এ বার সেই ঘরেই বসবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্র-রাজ্য টানাপড়েনের মধ্যে চাকরির মেয়াদ বৃদ্ধি না নিয়ে মুখ্যসচিব পদে থেকেই ৩১ মে অবসর নেন আলাপন। সেই বিতর্কে ইতি পড়ার আগেই মমতা ঘোষণা করেন, তাঁর মুখ্য উপদেষ্টা হিসাবে আলাপনবাবু কাজ করবেন আগামী তিন বছর। মাসে আড়াই লক্ষ টাকা বেতনের সঙ্গে অন্যান্য সুযোগসুবিধাও পাবেন তিনি।
Be the first to comment