রাজ্যসভায় মনোনীত হলেন স্বপন দাশগুপ্ত

Spread the love

বিধানসভা নির্বাচনে তারকেশ্বরে বিজেপির প্রার্থী হয়েছিলেন স্বপন দাশগুপ্ত। সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল স্বপন দাশগুপ্তর প্রার্থীপদ এবং রাজ্যসভার সদস্যপদ নিয়ে। তারপরই তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। তবে নির্বাচনে জিততে পারেননি স্বপনবাবু।

ফের একবার রাজ্যসভায় মনোনীত হলেন স্বপন দাশপপ্ত। নিজের বাকি মেয়াদ, অর্থাৎ ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত স্বপনবাবুকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাজনৈতিক মহলে জল্পনা ছিল, বিজেপি রাজ্যে নির্বাচনে জিতলে স্বপন দাশগুপ্তকে মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে দেখতে চেয়েছিল বিজেপি। তাই তাঁকে তারকেশ্বর থেকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। তবে তারকেশ্বরে হেরে যান স্বপনবাবু। এই আবহে মঙ্গলবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, রাজ্যসভার প্রাক্তন সাংসদকে পুনরায় মনোনীত করা হয়েছে। এদিকে স্বপনবাবু ছাড়াও দেশের প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা আইনজীবী রাম জেঠমালানির ছেলে মহেশ জেঠমালানিকেও রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*