করোনা পরিস্থিতিতে এই বছরের জন্য বাতিল করা হল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। চলতি বছর CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে কিনা তা নিয়ে মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকের পরেই ঘোষণা করা হয় এই বছর CBSE বোর্ডের ক্লাস ১২-এর পরীক্ষা বাতিল করা হচ্ছে।
এ দিন বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘটবে এই সিদ্ধান্তে। এই কঠিন পরিস্থিতিতে কোনও পড়ুয়া পরীক্ষা দিতে যেতে বাধ্য হবে না।’
এই ইস্যুতে ফিডব্যাক দেওয়ার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ধন্যবাদ দিয়েছেন মোদী। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবেছে, যদি কোনও ছাত্র বা ছাত্রী পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ও সরকার নির্ধারিত পদ্ধতিতে দেওয়া ফলাফল না মানেন, সে ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। ঠিক কী ভাবে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে কোনও নির্দেশিকাও আনেনি কেন্দ্র।
Be the first to comment