ইয়াস ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্ভুক্ত সুন্দরবন এলাকার বেশ কয়েকটি দুর্গত ব্লক ঘুরে দেখবেন তিনি। তাই জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়েছে।
বুধবার দুপুর ২টো নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার ধামাখালিতে হেলিকপ্টারে করে পৌঁছবেন অভিষেক। সেখান থেকে জেলা প্রশাসনের একটি বোটে করে যাবেন সন্দেশখালি-১ নম্বর ব্লকের একটি ত্রাণ শিবিরে। যাওয়ার পথে বোটে চড়েই বেশ কিছু দুর্গত এলাকা পরিদর্শন করবেন। ত্রাণ শিবিরে গিয়ে ত্রাণ বিতরণের পাশাপাশি, ত্রাণ শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলবেন।
এর পর সন্দেশখালি থেকেই হেলিকপ্টারে করেই অভিষেক রওনা দেবেন দক্ষিণ ২৪ পরগনা জেলার উদ্দেশ্যে। প্রথমে যাবেন পাথরপ্রতিমা ব্লকে। সেখানেও একটি ত্রাণ শিবিরে যাওয়ার পাশাপাশি, দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন ডায়মন্ডহারবারের সাংসদ। পাথরপ্রতিমার কাজ সেরে তিনি যাবেন সাগরে।
Be the first to comment