CBSE-র পর এবার বাতিল ISC পরীক্ষাও

Spread the love

CBSE-র পর এবার বাতিল ISC পরীক্ষাও। দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।CBSE-র পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পরই জানানো হয়েছে চলতি বছরের জন্য বাতিল ISC পরীক্ষাও।পরীক্ষা বাতিল হওয়ায় কীভাবে ফলাফল ঘোষণা হবে ISC-র, তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে এই বছরের জন্য বাতিল করা হল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। চলতি বছর CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে কিনা তা নিয়ে মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকের পরেই ঘোষণা করা হয় এই বছর CBSE বোর্ডের ক্লাস ১২-এর পরীক্ষা বাতিল করা হচ্ছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়,’ছাত্রছাত্রীদের সুরক্ষা সবার প্রথমে আসে এবং তা নিয়ে কোনও আপোষ সম্ভব নয়। ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকশিক্ষিকাদের দুশ্চিন্তার অবসান ঘটনো প্রয়োজন। এই চিন্তার পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জোর করে পরীক্ষা বসানো উচিত নয়। ছাত্রছাত্রীদের দিকটি ভেবে দেখা উচিত।’

এদিনের বৈঠকের পর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যদি কোনও পড়ুয়া পরীক্ষা দিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি হলে তাদের পরীক্ষার ব্যবস্থা করবে বোর্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*