বুধবার ঘোষণা হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সূচি ৷ রাজ্যের তরফে জানানো হয়েছে অনিবার্য কারণে বাতিল করা হয়েছে আজকের দুই বোর্ডের যৌথ সাংবাদিক বৈঠক ৷ সূত্রের খবর, সিবিএসসি ও আইএসসি পরীক্ষা বাতিলের জেরে নতুন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও ভাবছে রাজ্য শিক্ষা দফতর ৷ পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টের রায়ের দিকেও নজর রাখা হচ্ছে ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই বছর প্রথা ভেঙে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষার আগে । ২৭ মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ৷
আজ বেলা দু’টোর সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে যৌথ সাংবাদিক বৈঠক বাতিল করে দুই বোর্ড ৷ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে আজ সূচি প্রকাশ করার কথা ছিল ।
সূত্রের খবর, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করছে রাজ্য সরকার ৷ সেই কমিটিই ঠিক করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ ৷
Be the first to comment