নারদকাণ্ডে অভিযুক্ত আইপিএসের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই

Spread the love

নারদ মামলায় এবার অভিযুক্ত অপসারিত আইপিএস অফিসার এসএমএইচ মির্জার নামেও চার্জশিট জমা করল সিবিআই। আগেই হাইপ্রোফাইল নারদ মামলায় অভিযুক্ত ৪ প্রাক্তন ও বর্তমান তৃণমূল নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার ‌পঞ্চম অভিযুক্তের বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করা হল।

গত ১৭ মে হাইপ্রোফাইল নারদকাণ্ডে অভিযুক্ত ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রাজনৈতিক মহলের মতে, বেআইনিভাবে অনুমতি নেওয়া হয় রাজ্যপালের কাছ থেকে।

এরপরই ব্যাঙ্কশাল আদালতে ৪ হেভিওয়েটের নামে চার্জশিট পেশ করা হয় এবং সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও চার্জশিট পেশ করার কথা জানানো হয়। বুধবার আদালতে সেই চার্জশিট পেশ করল সিবিআই। প্রসঙ্গত, ইতিমধ্যেই হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন চার নেতা। তবে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এখনও।

সিবিআই বারবার ৪ হেভিওয়েটের হেফাজত নিয়ে অন্য রাজ্যে মামলা সরানোর আবেদন করেছে। তবে সেই আবেদন প্রতিবারই খারিজ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের নারদ স্টিং অপারেশন মামলায় অভিযুক্ত ১৪ জন নেতার মধ্যে আইপিএস অফিসার এসএমএইচ মির্জা অন্যতম একজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*