ভোট মিটেলেও শুভেন্দু-অভিষেক দ্বন্দ্ব চলছেই। গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েই শুভেন্দু বলেছিলেন ‘তোলাবাজ ভাইপো হটাও’। তবে এবার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে সম্মুখ সমরে যুযুধান দু’পক্ষ। আজ সকালেই এই ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “অভিষেক রাজনীতিতে এখনও নাবালক। ওই নাবালক নেতার কথার উত্তর দেব না।”
দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবার বিধানসভার বিরোধী দলনেতার কক্ষে গেলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। রাজভবন থেকে বেরিয়ে এসেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। একের পর এক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার তোপ দাগেন তিনি।
Be the first to comment