আজ মহারাষ্ট্র বনধে পরিবেশ থমথমে, কড়া নিরাপত্তা মুম্বাই-পুনেতে

Spread the love

দলিত নেতা প্রকাশ আম্বেডকার এবং আটটি দলিত সংগঠনের ডাকে আজ মহারাষ্ট্রে রাজ্যব্যাপী বনধ চলছে। প্রসঙ্গত সোমবার দলিত সংগঠনগুলি পুণেতে এক বিশাল সমাবেশ ছিল ২০০ বছর আগের এক যুদ্ধ জয়ের বিজয় দিবস পালন করতে। জানা যায় ঐ যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী পুণের ব্রাহ্মণ পেশোয়া রাজাদের পরাজিত করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীতে বেশীরভাগ সদস্যই ছিলেন দলিত শ্রেণীর মানুষ। ব্রাহ্মণ রাজাদের বিরুদ্ধে সেই যুদ্ধজয়কে দলিত সংগঠনগুলি এখন পালন করতে চাইছে হিন্দুত্ববাদী আর এস এস-এর মতাদর্শের বিরুদ্ধে জয় হিসাবে।

সেখান থেকেই একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা পাথর ছোঁড়েন যা থেকে শুরু হয় অশান্তি। মঙ্গলবার প্রায় দেড়শটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। ট্রেন ও বিমান পরিষেবাও অস্বাভাবিক হয়ে পড়েছে। আজ সেই নিয়ে বনধ ডাকা হয়। সকাল থেকেই পরিস্থিতি থমথমে। মোতায়েন করা হয়েছে বিশেষ পুলিশবাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*