২০২২-এর বিধানসভা ভোট নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকলেন নাড্ডা

Spread the love

২০২২ সালে সাতটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ ওই সাতটি রাজ্যের পাঁচটিতে একক ভাবে এবং একটিতে জোট সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টির ৷ ওই রাজ্যগুলির নির্বাচন নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷

বিজেপি সূত্রে খবর, চলতি মাসের ৫ ও ৬ তারিখ নয়াদিল্লিতে ওই বৈঠক হবে ৷ বৈঠকে উপস্থিত থাকবেন দলের জাতীয় স্তরের সাধারণ সম্পাদকরা ৷ সেখানেই আগামী বছর যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলি নিয়ে পর্যালোচনা করা হবে ৷ আর ভোটের জন্য পরবর্তী স্ট্রাটেজিও তৈরি করা হবে ৷

একই সঙ্গে সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয় নিয়েও আলোচনা হবে ৷ মার্চ-এপ্রিলে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হয়েছে ৷ এর মধ্যে অসমে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি ৷ পুদুচেরিতে প্রথমবার সরকারে আসতে পেরেছে গেরুয়া শিবির ৷ তবে যে রাজ্যের দিকে সবচেয়ে বেশি নজর ছিল, সেই পশ্চিমবঙ্গে বিজেপির ফল ভালো হয়নি ৷ বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে বলে খবর ৷

উল্লেখ্য, 2022 সালের গোড়ায় বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন হবে ৷ আবার শেষের দিকে কয়েকটি রাজ্যে নির্বাচন হবে ৷ সেই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ ৷ ওই রাজ্যে ২০১৭ সালে ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি ৷

করোনার প্রভাবে জাতীয়স্তরে কেন্দ্রীয় সরকারের নীতি প্রশ্নের মুখে পড়েছে ৷ একই ভাবে উত্তর প্রদেশেও প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথ সরকারের ভাবমূর্তি ৷ তাই উত্তর প্রদেশ নিয়ে বিশেষ পরিকল্পনা করা হতে পারে ওই বৈঠকে ৷ ইতিমধ্যে উত্তর প্রদেশে দু’দিনের পর্যালোচনা বৈঠক হয়ে গিয়েছে ৷ সেই বৈঠকে কী উঠে এল, তা নিয়েও নাড্ডার বৈঠকে আলোচনা হবে বলে খবর ৷

বিজেপির ওই সূত্রের দাবি, একই সঙ্গে কোভিড পরিস্থিতিতে দলের ভূমিকা নিয়ে আলোচনা হবে ৷ সাম্প্রতিক সময়ে দল কীভাবে মানুষের পাশে দাঁড়াল, তারও খোঁজ খবর নেবেন নাড্ডা ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে কেন্দ্রে মোদি সরকারের সপ্তম বর্ষপূর্তিতে বিজেপি ‘সেবাই সংগঠন’ নামে একটি কর্মসূচি চালু করে ৷ সেই কর্মসূচিও ঠিক ভাবে চলছে কি না, সেটাও ওই বৈঠকে পর্যালোচনা করা হবে বলে খবর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*