বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শুক্রবার সকালে আচমকাই অগুন ধরে যায় শিয়ালদহ-আলিপুরদুয়ারগামী এই ট্রেনে। জানা গিয়েছে, নকশালবাড়ির অটল চা বাগানের কাছে ট্রেনটির একটি বাতানুকূল বগির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। বিপদ বুঝে তৎক্ষণাৎ বাগডোগরা স্টেশনে যোগাযোগ করেন তিনি। চালকের তৎপরতায় ট্রেনটিকে বাগডোগরা স্টেশনে নিয়ে যাওয়া হয়। দমকল আসার আগে রেলকর্মীরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন বলে খবর। ফলে বরাত জোরে রক্ষা পেয়ে যায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
জানা গিয়েছে, ট্রেনের ব্রেক শু থেকে আগুন লেগে গিয়েছিল। সেখান থেকেই আগুন লেগে যায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের একটি কামরায়। তড়িঘড়ি ট্রেন থামিয়ে চালকের তৎপরতার জন্যই বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, শিয়ালদা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি। তবে সকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে।
এদিন ট্রেনটি আলিপুরদুয়ার পৌঁছনোর আগে নকশালবাড়ির অটল চা বাগানের কাছে পৌঁছতেই এই ধোঁয়া দেখা যায়। এলাকাটি বাগডোগরা স্টেশনের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনা দ্রুত এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ট্রেনটির এসি টু টায়ারের একটি কামরায় ঘটে ওই অগ্নিকাণ্ড। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে যাত্রীদের নামানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান রেলের নিরাপত্তারক্ষী ও দমকলবাহিনী। রেলকর্মীদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই। যদিও, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকলকর্মীরা।
Be the first to comment