বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই বড় লগ্নি খবর। ভূগর্ভে কয়লাস্তরে নিমজ্জিত থাকা মিথেন গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রানিগঞ্জে আরও ২৫০০ কোটির লগ্নি করবে জানাল গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড। আগামী ৩-৪ বছর ধরে চলবে লগ্নি।
গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড হল দেশের প্রথম সংস্থা যারা ভূগর্ভস্থ কয়লাস্তর থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু করে। সংস্থার সি.ই.ও জানান, পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ব্লকে গ্যাস উৎপাদনের জন্য ১৪৪টি নতুন কুয়ো খনন এবং পাইপলাইন বসাতে প্রায় ২৫০০ কোটি টাকার লগ্নির পরিকল্পনা করা হয়েছে।
Be the first to comment