এবার নতুন দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। প্রত্যাশামতোও এ দিন দলের অন্যতম গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তিনি। আর নতুন পদ পাওয়ার পরই দেশের প্রতিটি প্রান্তের গিয়ে কাজ করার অঙ্গীকার করলেন তিনি। এ দিন বৈঠক শেষে টুইটে তিনি লিখেছেন, ‘কথা দিলাম, মমতার বার্তা দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেব’।
শনিবারের বৈঠকে যুব তৃণমূল সভাপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁকে দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ। এত দিন পর্যন্ত যে পদ সামলেছেন সুব্রত বক্সি। এই ঘোষণার পর টুইট করে অভিষেক লিখেছেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি মাথা পেতে নেব। দলের প্রত্যেক সৈনিক, যাঁরা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জয় এনেছেন, তাঁদের ধন্যবাদ।’ আর একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি কথা দিচ্ছি, মানুষের সেবা নিয়োজিত থাকব। মমতার বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেব।’ সব প্রতিকূলতার মধ্যেও যারা দলের আদর্শ মেনে চলছেনে, সেই সব সিনিয়র নেতাদের কুর্ণিশ জানিয়েছেন অভিষেক।
Be the first to comment