ফের বিজেপি নেতার অডিও ভাইরাল । ৪ জুন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই বিক্ষোভ দেখান কিছু বিজেপি কর্মী । যে অডিওটি ভাইরাল হয়েছে, তাতে একজন বিজেপি নেতা, দলের এক কর্মীকে বিক্ষোভ দেখাতে নির্দেশ দিচ্ছেন । বলা হচ্ছে, যে নেতার গলা শোনা যাচ্ছে তিনি হুগলি জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ । যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । অডিওটি ভাইরাল হতেই গুঞ্জন শুরু হয় । তবে সুবীরবাবুর দাবি, এই ডিজিটাল যুগে তাঁর গলা নকল করা হয়েছে ।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী । সেই বিক্ষোভে জন্য এক কর্মী বিষ্ণু চৌধুরীকে বিজেপি নেতা সুবীর নাগ মদত দিয়েছেন বলে শোনা যাচ্ছে ।
এই অডিও ভাইরাল হতেই গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে । এই বিধানসভা নির্বাচনে টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন সুবীর নাগ । দল ছাড়ার কথাও বলেছিলেন । পরবর্তীকালে নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ৪ জুন হুগলিতে আসেন দিলীপ ঘোষ । চুঁচুড়ায় জেলা কার্যালয়ে বৈঠক করেন দলীয় নেতাদের নিয়ে । সেখানে বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করে । দলের বর্তমান জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ও রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহকে অপসারনের দাবিতে চলে বিক্ষোভ ।
পাশাপাশি দলের প্রার্থী নির্বাচন ঠিক হয়নি বলেও সরব হয় কর্মীরা । আর এই বিক্ষোভ সুবীর নাগের ইন্ধনেই হয়েছে বলে মনে করছেন বিজেপি নেতৃত্বের একাংশ । আজ সেদিনের যে অডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে এক বিজেপি কর্মীকে দিলীপ ঘোষের সামনে বিক্ষোভ করতে নির্দেশ দিচ্ছে শোনা যায় । কেন হার হল, কেন তাঁকে প্রার্থী করা হল, কেন এতদিন আসেননি, এই সবের জবাবদিহি চাইতেও বলেন সুবীর নাগ ।
যদিও সুবীর নাগের দাবি, তাঁর গলা নকল করে এটা করা হয়েছে । যার সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে সেই কর্মী বিষ্ণু চৌধুরীর সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর । দলের একাংশ তাঁকে বদনাম করতে এই কাণ্ড করেছে বলে মনে করছেন সুবীর নাগ । এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব । তাঁর বক্তব্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারনেই এসব ঘটছে ।
Be the first to comment