বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় সিআইডি-র হাতে চাঞ্চল্যকর তথ্য । ভবানীভবন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের দরজা তাক করেই গুলি চালিয়েছিলেন । বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিআইডি ।
একাধিকবার সিআইডির তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন । এবার তাঁদের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়েছিলেন বুথের দরজা তাক করেই । দরজাটি ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল । দরজা ভেদ করে গুলি ঢুকে যায় । ক্লাসরুমে ও ব্ল্যাকবোর্ডেও গুলি লেগেছিল । সেই চিহ্নও পেয়েছেন গোয়েন্দারা ।
আজ সকালে আবার ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক দলের সদস্যরা । সম্প্রতি বিধানসভার নির্বাচনের সময় কোচবিহারে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় শুরু হয় কেন্দ্র-রাজ্য তরজা । কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন মারা যান । এরপরেই গোটা ঘটনার তদন্তে নামে সিআইডি । ভবানীভবনের এক উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে একাধিকবার ঘটনাস্থলে গিয়ে আসল সত্য খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা ৷
Be the first to comment