CBI-এর হাতে নতুন তথ্য, প্রশান্ত মহাসাগরের দ্বীপে লুকিয়ে বিনয় মিশ্র!

Spread the love

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে এল নতুন তথ্য। সিবিআই সূত্রে খবর, দেশ ছেড়ে পালিয়েছেন বিনয় মিশ্র। বর্তমানে তিনি নাকি আত্মগোপন করে রয়েছেন প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপ রাষ্ট্রে। সিবিআই-এর গোয়েন্দাদের হাতে এমনই তথ্য এসেছে।

দীর্ঘদিন ধরেই গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে যুব তৃণমূল নেতা ও ব্যবসায়ী বিনয় মিশ্রের জড়িত থাকার অভিযোগ করে আসছে CBI। গোয়েন্দাদের অভিযোগ, বিনয় মিশ্রের হাত দিয়েই গরু ও কয়লা পাচারের মোটা টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছত। তাকেই এই পাচারচক্রের মূল পান্ডা বলে দাবি করেছেন সিবিআই-এর গোয়েন্দারা।

বেশ কিছুদিন ধরেই বিনয় মিশ্রের নাগাল পেতে হন্য হয়ে খুঁজছিল পুলিশ। প্রথমে জানা গিয়েছিল, দুবাইয়ে রয়েছেন এই পলাতক ব্যবসায়ী। তবে এবারে CBI জানতে পারছে, দুবাইয়ে নয়, প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপ রাষ্ট্রেই নাকি নিজেকে লুকিয়ে রেখেছেন বিনয় মিশ্র। CBI-এর তরফে দাবি, দ্বীপরাষ্ট্রে ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন বিনয় মিশ্র।

অভিযুক্ত যুব তৃণমূল নেতার সন্ধান পেতে CBI-এর আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোলও। তবে বিনয় মিশ্রকে এখনও পাকড়াও করতে পারে নি CBI। নতুন তথ্য হাতে পাওয়ার পর গোয়েন্দা দফতরের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় তাই এখন দেখার বিষয়। অনেকেই মনে করছেন এবার পাকড়াও হতে পারেন বিনয় মিশ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*