দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, স্বস্তি দিচ্ছে বাংলার করোনা গ্রাফ

Spread the love

ক্রমশ কমছে উদ্বেগ। দৈনিক সংক্রমণে রেকর্ড পতন। কমল দৈনিক করোনা সংক্রমণও। তবে এখনও দৈনিক মৃত্যু হার ১০০-এর উপরে। তাতেই ভ্রুকূটি বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ০০২ জন এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের। এই সময়ে কোভিড মুক্ত হয়েছেন ১৫,৮৮২ জন। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৬.৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪৫ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। প্রসঙ্গত, সুস্থতার পথে দেশ। গত দু’মাসের মধ্যে সবচেয়ে কম কোভিড সংক্রমণ দেখল ভারত।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪৬০ জন। শনিবার নতুন করে সংক্রমিতের সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার ৫২৯। ফলত গত দু মাসের মধ্যে আজ সর্বনিম্ন কোভিড গ্রাফ। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৯ হাজার ২৩২ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৬৭ শতাংশ। পাশাপাশি একদিনে অনেকটাই কমে গিয়েছে মৃত্যুর সংখ্যা। এদিন মৃত্যুর সংখ্যা দু হাজার ৬৭৭। যা গতদিনের তুলনায় অনেকটাই কম।

বিশেষজ্ঞ মহলের দাবি, বেশিরভাগ রাজ্যই ফের লকডাউনের পথে হেঁটেছে। এতে মারণ ভাইরাসের ছড়িয়ে পড়া অনেকটাই কমেছে। তাছাড়া বিধিনিষেধের জেরে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখছেন বেশিরভাগ। এই নিয়মগুলি মেনে চললে এবং সচেতনতা বাড়লে অনেকটাই সুবিধা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*