রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করল বিজেপি হাইকমান্ড। গতকাল রাতেই রাজধানীতে পৌঁছেছেন তিনি।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শুভেন্দুর।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিজেপি হাইকমান্ডের বৈঠকে আলোচনার বিষয়টি কী হবে তা এখনও জানা যায়নি।
তবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা অভিযোগে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিজেপির ১৮ সাংসদ। বাংলায় বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারি। রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সময় হাজির থাকার জন্য তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
Be the first to comment