করোনার দ্বিতীয় ঢেউ সামলে ধীরে ধীরে সেরে উঠছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ একধাক্কায় অনেকটা কমল। একদিনে বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। এই প্রথম বহুদিন বাদে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা একশোর নীচে নামল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯৮ জনের। রাজ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯০ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৭ হাজার ৪৪৬। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১ হাজার ৬১। মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৪৬০। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৯২৫। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১১০৯। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩৪১ জন।
এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। প্রায় ৬৬ দিন পর দেশের দৈনিক সংক্রমণ নামল একলাখের নীচে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, ফের অনেকটা নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ২৮২জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,০০,৬৩৬ জন এবং মৃত্যু হয় ২৪২৭ জনের।
Be the first to comment