বিজেপির সঙ্গে দূরত্ব বৃদ্ধি নিয়ে জল্পনা আরও কয়েকগুণ বাড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের পর এবার বিজেপির সমালোচনায় সরব হয়ে জল্পনা বাড়ালেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে রাজীব লিখেছেন, ‘সমালোচনা তো অনেক হল…মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত, রাজনীতির ঊর্দ্ধে উঠে ‘কোভিড’ ও ইয়াস, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা’।
উল্লেখ্য, আজ দিলীপ ঘোষের ডাকা বৈঠকে যোগ দেননি রাজীব। ভোটের ফল ঘোষণার পর থেকেই কার্যত ঘরবন্দি হয়েছিলেন রাজীব। বিজেপির কোনও বৈঠকেই তাঁকে দেখা যায়নি। কার্যত নীরবতা বজায় রেখেছিলেন। এই প্রেক্ষাপটে রাজীবকে ঘিরে জল্পনা বাড়তে থাকে। এমন আবহে বিজেপির সমালোচনা করে যেভাবে সোচ্চার হলেন রাজীব এবং ফেসবুকে যে বার্তা দিলেন তাতে তাঁর সঙ্গে বিজেপির যে দূরত্ব ক্রমশ বাড়ছে, তার ইঙ্গিতই মিলছে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
Be the first to comment