ভোট পরবর্তী বাংলার অবস্থা নিয়ে কথা হয়েছে নাড্ডার সাথে; জানালেন শুভেন্দু

Spread the love

ভোট পরবর্তী অবস্থায় ঘুরে দাঁড়াতে নতুন রণকৌশল নিয়ে এগনোর পরিকল্পনা করেছে বিজেপি। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্দিব্যর সঙ্গে এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা সঙ্গেও বৈঠক করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার।

বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে এ দিন বৈঠকে দলের পরবর্তী রণকৌশল নিয়ে কথা বলেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন যে ভোটের পরে পশ্চিমবঙ্গে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে জেপি নাড্ডা মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। সেই সঙ্গে ওই প্রবল প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।

এবিষয়ে শুভেন্দু জানান, “দলের প্রতিটি কর্মীদের পাশে সর্বদা ভারতীয় জনতা পার্টি আছে। সভাপতি জেপি নাড্ডা সেই আশ্বাস দিয়েছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*