বুধবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন রাকেশ টিকায়েত। তাঁর সঙ্গে দুপুর ৩টেয় বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, দিল্লির সীমানায় কৃষক আন্দোলনে শুরু থেকে সমর্থন দিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধিও পাঠিয়েছিলেন। বিজেপির বিরুদ্ধে বাংলায় এসে প্রচারও করে গিয়েছেন রাকেশ টিকায়েত সহ কৃষক নেতারা। বিজেপিকে রুখে দিতে সমর্থ হয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন টিকায়েত। তাঁকে সময় দিয়েছেন মমতা। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে জয়ের শুভেচ্ছা জানাবেন টিকায়েত। কীভাবে কৃষক আন্দোলনকে আরও তীব্র করা যায় সে নিয়েও আলোচনা করবেন।
সোমবার তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, শুধুমাত্র কয়েকটা বিধায়কের জন্য বাইরের রাজ্যে ভোটে লড়বে না তৃণমূল বরং বিজেপিকে হারানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর থেকে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা। বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতাকে দেখতে চেয়ে টুইট করেছেন নেটিজেনরা। রাজনৈতিক মহলের মতে, টিকায়েতের বঙ্গ সফর ইঙ্গিত করছে আগামী দিনে মমতাকে সঙ্গে নিয়ে মোদী সরকারকে চাপে ফেলতে চান আন্দোলনকারী কৃষকরা।
Be the first to comment