কথা রাখলেন মমতা। রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলার মসনদে বসেছেন তিনি। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা ৫০০০ থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে রবি ও খরিফ মরশুমে দু’দফায় একর প্রতি পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি ১৮-৬০বছর বয়সি কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে পরিবারকে সরকার এককালীন দু’লাখ টাকা অনুদান হিসেবে দেয় রাজ্য। এবার থেকে ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার টাকা অনুদান পাবেন কৃষকরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা।
প্রসঙ্গত, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাকেশ টিকায়েত। কৃষক নেতাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা।
এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফসলের ন্যূনতম দাম নিয়ে নতুন আইন প্রণয়ন করা হোক। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে। কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। ৭ মাস ধরে আন্দোলন চলছে, জোর করে আইন পাস করা হয়েছে। কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এটা আমাদেরও দাবি।’
তবে এই বৈঠকের পেছনে রয়েছে অন্য আলোচনাও? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় রাজনীতিতে তৃণমূলের প্রাসঙ্গিক হয়ে ওঠাকে বাড়তি উৎসাহ দেবে এই বৈঠক। রাজ্যের কৃষকদের বিষয়ে কথা বলা ছাড়াও কৃষিকাজ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
Be the first to comment