রাজ্যে করোনা সংক্রমণের হার নিম্নমুখী, মৃত্যু হলো আরও ৮৭ জনের

Spread the love

রাজ্যে নতুন করে স্বস্তি দিলো করোনা সংক্রমণের নিম্নমুখী হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের সামান্য বেশি মানুষ। দৈনিক মৃত্যু ধীর গতিতে হলেও কমতে থাকায় তাতে স্বস্তি মিলেছে। রাজ্যের বর্তমান পজিটিভিটির হার ৮ শতাংশ। সুস্থতার হার পৌঁছে গিয়েছে প্রায় ৯৮ শতাংশে।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৩৮৪ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৮৭ জনের। বুধবার এই মৃত্যুর সংখ্যা ছিল ৯৫। গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের ১৭ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৭১৯। একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭১০ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৬৬ হাজার ২৫৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

আজও সাড়ে ৫ হাজারের নীচে। দৈনিক মৃত্যু ৮৭ জন। শুধু কলকাতাতেই করোনা ভাইরাসে মারা গিয়েছেন ২৪ জন। আগের থেকে অনেকটাই কম। করোনার সেেকন্ড ওয়েভের ধাক্কা ধীরে ধীরে সামলে উঠছে শহর। যদিও এখনও কার্যত লকডাউন বহাল রয়েছে রাজ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*