সপুত্র তৃণমূল কংগ্রেসে ফিরছেন মুকুল রায়, মমতার সঙ্গে চলছে বৈঠক

বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘাসফুল শিবিরে যোগদানের সম্ভাবনা

Spread the love

একুশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বারবার জল্পনা তৈরি হয়েছে, মুকুল রায় কি তৃণমূল কংগ্রেসে ফিরছেন?‌ সৌগত রায়ের মন্তব্যে খানিকটা আভাস পাওয়া গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এবার সেই জল্পনার অবসান হতে চলেছে বলে খবর। হ্যাঁ, মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায় ফিরতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। মুকুল ঘনিষ্ঠ এক ছাত্রনেতার দাবি তেমনই। কিছুক্ষন আগেই তাঁরা তৃণমূল ভবনে এসে পৌঁছেছেন। তৃণমূল ভবনে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতারা। তাঁদের উপস্থিতিতে রায় পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। আগে সাড়ে তিনটের সময় সাংবাদিক সম্মেলন হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে গিয়েছে তৃণমূল সুপ্রিমোর সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলন হবে বিকেল সাড়ে ৪টে নাগাদ। এছাড়াও জানা যাচ্ছে মুকুল রায়কে অনুসরণ করে আজই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন প্রবীর ঘোষাল, সোনালী গুহ-সহ কয়েকজন দলত্যাগী নেতা।

খবর পাওয়া যাচ্ছে সুব্রত বক্সীর সঙ্গে কথা বলছেন মুকুল রায়। অন্য ঘরে বসে রয়েছেন মমতা। তিনি দলীয় সাংগঠনিক নেতাদের সঙ্গে আলোচনা করছেন। জানা যাচ্ছে বিকেল সাড়ে চারটের সময় তৃণমূলে যোগ দিতে চলেছেন মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়। ইতিমধ্যেই তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও এসে পৌঁছেছেন তৃণমূল ভবনে।

এই ঘরওয়াপসি নিয়ে শুক্রবার সকালে বৈঠক করেন মুকুল রায়। সেই বৈঠকে ছিলেন পুত্র শুভ্রাংশু–সহ সেই ছাত্রনেতা এবং আরও কয়েকজন ঘনিষ্ঠ। সেখানেই তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। শুক্রবার দুপুরে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূল ভবনে গিয়ে ফেরার কথা জানান তিনি। ছাত্রনেতা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে রাজ্য–রাজনীতিতে এটাই সবচেয়ে বড় খবর হতে চলেছে।

প্রসঙ্গত, কিছুদিন ধরেই মুকুল রায়ের বিজেপি’‌র সঙ্গে দূরত্ব বাড়ছিল। তাই তিনি দলের বৈঠকেও যাননি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একুশের নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু সেখানে ছিল অনীহা। বিধায়ক হয়েছেন বটে। কিন্তু শপথ নেওয়া ছাড়া অন্য কোনও ভূমিকায় তাঁকে দেখা যায়নি। স্ত্রীর অসুস্থতা নিয়ে তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব বাড়ছিল। তখন পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে ড্যামেজ কন্ট্রোল করতে চেয়েছিলেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি বলেই বোঝা। যাচ্ছে। সব ঠিক থাকলে আজই ঘটতে চলেছে তৃণমূল কংগ্রেসে মুকুল ফেরত।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে ওজনদার নেতাদের দলবদল শুরু হয়েছিল মুকুল রায়কে দিয়েই। এবার ছেলেকে দিয়ে রাস্তা তৈরি করেই সেই পথে হাঁটবেন রায় পরিবার। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে এলে বিজেপি জোর ধাক্কা খাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কারণ এই দলীয় কোন্দল কাটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি স্থাপন করা দিলীপ ঘোষের দ্বারা সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*