বীরভূমে আমোদপুরে সরকারি জনসভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

বীরভূমে আমোদপুরে সরকারি জনসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এদিন ৩০ হাজার সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠান থেকে ৮ দিনের জঙ্গলমহল উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বলেন বীরভূমে ৯০ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের আওতায় রয়েছেন। তিনি বলেন বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় হচ্ছে। এটা বীরভূমের নতুন সংযোজন।

তিনি এদিন আরও বলেন, গর্ভবতী মা ও শিশুদের জন্য ৪০ টি মাতৃযান দেওয়া হল। বোলপুরে আরও ৩ টে আইটিআই কলেজ হবে। বীরভূমে ৩০ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ১৬৫ কোটি টাকা খরচ করে অজয় নদের উপর গড়ে উঠবে সেতু। ডিভিসির ছাড়া জলে চাষের জমি ক্ষতি হলেও রাজ্য সরকার কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছে। বীরভূমে সবরকম উন্নয়ন হয়েছে। আগামীদিনে আরও উন্নয়ন হবে।

এদিন তিনি জনসভায় জনগণের উদ্দেশ্যে বলেন, FRDI কেলেঙ্কারি মনে রাখবেন। গ্যাসের নাম করে সরকার প্রতিদিন দাম বাড়িয়েছে।

বীরভূমে দাঁড়িয়ে যারা বড় বড় কথা বলে, যারা কুৎসিত কথা বলে, সেই সমস্ত বিজেপি নেতাদের মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে দেবেন এখানকার মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*