টানা দুদিন দাম অপরিবর্তিত থাকার পর, আজ শুক্রবার ফের একবার দাম বাড়ল পেট্রলের। দেশের চার মহানগরী কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইতে পাল্লা দিয়ে বাড়ল পেট্রলের দাম। মুম্বইয়ে আগেই সেঞ্চুরির ঘরে ছিল পেট্রল, এবার বাকি তিন মহানগরীতেও সেই রাস্তায়।
আজকের হিসাবে দেশের রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল পাওয়া যাচ্ছে, ৯৫ টাকা ৮৫ পয়সায়। গতকাল লিটার প্রতি পেট্রলের দাম ছিল ৯৫ টাকা ৫৬ পয়সা অর্থাৎ রাজধানীর বুকে আজকের হিসাবে প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ১৯ পয়সা। বদল এসেছে ডিজেলের দামেও। গতকাল লিটার প্রতি ডিজেল দিল্লিতে বিক্রি হচ্ছিল ৮৬ টাকা ৪৭ পয়সায়। আজ সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৮ পয়সা।
মুম্বইতে আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল পেট্রল। এবার সেখান থেকে আরও একধাপ এগোল দাম। বৃহস্পতিবার মুম্বইয়ে পেট্রল ছিল ১০১ টাকা ৭৫ পয়সায়, আর আজ পেট্রলের নয়া দাম ১০২ টাকা ০৪ পয়সা। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী বাণিজ্যনগরীতে প্রতি লিটার ডিজেল পাওয়া যাচ্ছিল ৯৩ টাকা ৮৫ পয়সা। আজ সেই দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা ১৫ পয়সা।
তবে দেশের চার মহানগরীর মধ্যে এখনও অবধি কলকাতাতেই সব থেকে কম পেট্রলের দাম। তবে বর্ধিত দামের থাবা আঘাত হেনেছে কলকাতাতেও। সিটি অফ জয়-তে আজ শুক্রবার প্রতি লিটার পেট্রলের মূল্য ৯৫ টাকা ৮৫ পয়সা। গতকালের থেকে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২৩ পয়সা। পাল্লা দিয়ে উর্ধ্বমুখী ডিজেলও। বৃহস্পতিবার ডিজেলের দাম ছিল ৮৯ টাকা ৩২ পয়সা আর এদিন তা বেড়ে হয়েছে ৮৯ টাকা ৬০ পয়সা। লিটার প্রতি বৃদ্ধি ২৮ পয়সা।
মুম্বইয়ের পর দেশের বাকি তিন মহানগরীর মধ্যে সবচেয়ে বেশি দামে পেট্রল বিক্রি হচ্ছে চেন্নাই শহরে। শুক্রবার লিটার প্রতি পেট্রলের দর ৯৭ টাকা ১৯ পয়সা। বৃহস্পতিবারের থেকে লিটার প্রতি দাম বেড়েছে ২৫ পয়সা। হেরফের ডিজেলের দামেও। চেন্নাই শহরে লিটার প্রতি ডিজেল শুক্রবারে ৯১ টাকা ৪২ পয়সা। গতকালের থেকে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৭ পয়সার কাছাকাছি।
Be the first to comment