মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছে-এটাই ফাইনাল, ওল্ড ইজ গোল্ডঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাবার হাত ধরে ঘরে ফিরলেন শুভ্রাংশুও

Spread the love

সমস্ত জল্পনার অবসান। অবশেষে চারবছর পর ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে ঘরওয়াপসি বিজেপির মুকুলের। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন মুকুল রায়। তবে গত কয়েকদিন ধরেই মুকুলের তৃণমূলে ফেরার জল্পনা চলছিল। শেষমেশ সেই জল্পনাই সত্যি হল। সাংবাদিক সম্মেলন করে ‘মুকুল রায়কে তৃণমূলে স্বাগত জানালাম’, বললেন পার্থ চট্টোপাধ্যায়। মুকুলের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন পুত্র শুভ্রাংশু রায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরল’।

এদিন সভাঘরে মুকুল রায় ও শুভ্রাংশুকে উত্তরীয় পরে দলে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাঘরে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়-সহ দলের প্রথম সারির সব নেতারা।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, ভালো লাগছে যে বিজেপি থেকে বেরিয়ে এসে আমি এখানে আসতে পেরেছি। বাংলা যে বাংলায় আছে, ভালো লাগছে। আর এই লড়াইতে নেতৃত্ব দিয়েছেন দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বললেন, ‘দল আগে থেকেই শক্তিশালী ছিল। আমরা বিপুল জয়ও পেয়েছি। কিন্তু মুকুল পুরনো ছেলে। বিজেপিতে মুকুল ভাল ছিল না। ওর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল।এখানে এসে মুকুল শান্তি পাবে। তবে এদিন মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বলে ওঠেন, কোনও সময়ই একে অপরের বিরুদ্ধে মতবিরোধ ছিল না। কেন তিনি বিজেপি ছাড়লেন? কেন যোগ দিলেন তৃণমূলে? সেই বিস্তারিত বিবৃতি লিখিত আকারে দেবেন বলে জানালেন মুকুল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিষ্কার ভাবে জানিয়ে দেন মুকুলের সঙ্গে যাঁরা দল ছেড়েছিলেন, তাঁরা ফিরতে চাইলে দল সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের আগে যাঁরা গদ্দারি করেছে, সেই চরমপন্থীদের দলে ফেরানো হবে না। তবে এদিন সরাসরি তৃণমূলে মুকুলের ভূমিকা নিয়ে মুখ না খুললেও মুকুল রায়ের ঘরে ফেরাকে স্বাগত জানিয়ে মমতা বলেন, ‘ওল্ড ইজ গোল্ড’। এদিন মমতা আরও বলেন, ‘মুকুল দল বদল করলেও ভোটের সময় আমাদের দলের নামে একটাও খারাপ কথা বলেনি। পাশাপাশি ‘নরমপন্থী’ ‘চরমপন্থী’ তত্ত্বের কথা ফের বললেন মমতা। মুকুলকে ফেরানো হলেও রাজীব বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহ সম্পর্কে মুখ খুলতে রাজি নন তিনি।

তবে মুকুলের দলবদলে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে সামনে আসছে সারদা-নারদা প্রসঙ্গ। আর সেই প্রশ্নের জবাবে ক্ষুব্ধ মমতা বলেন, ‘মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছে, এটাই ফাইনাল। বিজেপি যা করে আমরা তা করি না। ভয়ে নয়, নিজের ইচ্ছেয় ফিরে এসেছে মুকুল। বিজেপি সাধারণ মানুষের দল নয়, জমিদারদের দল, এজেন্সির দল। এজেন্সিগুলো বিজেপির মুখপাত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*