বাংলায় বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভূতপূর্ব সাফল্যের পরই তৃণমূলে প্রত্যাবর্তন করতে চেয়ে একের পর দলবদলুরা ইচ্ছাপ্রকাশ করেছেন। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। সোনালি গুহ, সরলা মুর্মু, দীপেন্দু বিশ্বাসরা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। সেই তাঁরাই আবার তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। এমন আবহে শুক্রবার তৃণমূল ভবনে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের প্রত্যাবর্তন ঘটল। তাহলে কি এবার দলত্যাগীরা ফের তৃণমূলে ফিরছেন? কিন্তু, সকলকে যে দলে ফেরানো হবে না, তা কার্যত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তৃণমূলে মুকুলের প্রত্যাবর্তনের পরই মমতা জানিয়ে দিলেন, সবাইকে দলে ফেরানো হবে না। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেছেন, ‘যাঁরা গদ্দারি করেছেন, চরমপন্থী, নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের নেব না’। সেই সঙ্গে মমতা এও বলেন, ‘আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন’। মুকুল রায়ও এদিন ইঙ্গিত দিয়েছেন, ‘আগামী দিনে আরও অনেকে ফিরবেন’। রাজীব-সোনালিদের কি ফেরানো হবে? সাংবাদিকদের এই প্রশ্ন এদিন এড়িয়ে যান মমতা।
প্রসঙ্গত, একুশের ভোটে ঐতিহাসিক জয়ের পর কালীঘাটে সাংবাদিক বৈঠকে দলবদলুদের দলে ফেরার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আসুক না। কে বারণ করেছে? এলে স্বাগত!’ তৃণমূলনেত্রীর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
Be the first to comment