প্রায় ৪ বছর পর তৃণমূলে মুকুলের প্রত্যাবর্তন। একদা দলের সেকেন্ড-ইন-কম্যান্ড ও তৃণমূলের প্রতিষ্ঠাতা মুকুল রায়ের ঘরে ফেরাকে গোয়ালে গোরুর ফেরার সঙ্গে তুলনা করলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতি বলেন, গোয়ালের গোরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, আবার খুঁটিতে এনে বাঁধা হল।
শুক্রবার তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘ঘরে ফিরলেন’ বিজেপির মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন মুকুল। গত কয়েকদিন ধরেই মুকুলের তৃণমূলে ফেরার জল্পনা চলছিল। শেষমেশ সেই জল্পনাই সত্যি হল। ‘মুকুল রায়কে তৃণমূলে স্বাগত জানালাম’, বললেন পার্থ চট্টোপাধ্যায়। মুকুলের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন শুভ্রাংশু। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরল’।
এদিকে তৃণমূলে মুকুলের যোগদান প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “আগে সংবাদ মাধ্যমে শুনতাম মুকুল রায় নাকি তৃণমূলের চাণক্য ৷ ২০২১ তো মুকুল রায় ছিল না। প্রমাণ হল তো মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল চাণক্য৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবে তাই হবে।” মুকুল রায় সহ অনেকেই কেন ফিরছেন তৃণমূলে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “গোয়ালে অনেক গোরু থাকে জানেন, রাতে দাড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। সকালে আবার গোঁজে এনে বেঁধে দেওয়া হয়৷ আবার বাঁধা হয়েছে।”
Be the first to comment