মীরজাফর–গদ্দার–বেইমান বলে কটাক্ষ রাজীবকে, ডোমজুড় জুড়ে পড়ল পোস্টার

Spread the love

মুকুল রায় বিজেপিতে ফিরে আসতেই শুরু হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জল্পনা। আর তারপর আবার ডোমজুড় জুড়ে পোস্টার পড়ল। আগেও পড়েছিল এবারও পড়ল। শনিবার সকালে ডোমজুড়ের বাঁকড়া এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার এবং ফ্লেক্স দেখা যায়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই পোস্টারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোন নাম ছিল না। তবে আগে যে পোস্টার পড়েছিল সেখানে নাম ছিল বিজেপি নেতার।

কী লেখা রয়েছে পোস্টারে?‌ পোস্টারে লেখা আছে, বাংলার মীরজাফর–গদ্দার–বেইমানদের কোন ঠাঁই নেই। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছে সেচ দফতরে তদন্ত কমিটি বসিয়ে গদ্দারদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পোস্টার বা ফ্লেক্সের নীচে লেখা আছে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা চাইছেন না রাজীব বন্দ্যোপাধ্যায় আবার দলে ফিরুক। রাজ্য নেতৃত্বকে বার্তা দিতেই এই পোস্টার বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, রাজীব বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী বনমন্ত্রী থাকাকালীন বিভিন্ন দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে দাঁড়িয়ে তিনি হেরেও যান। সম্প্রতি তিনি একটি টুইটে লেখেন, ‘‌কথায় কথায় দিল্লি বা ৩৫৬ ধারার জুজু দেখালে তা বাংলার মানুষ ভাল চোখে নেবে না।’‌ এরপর তৃণমূল কংগ্রেসের ফেরা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তখনও একইভাবে ডোমজুড়ের সলপ এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*