শুধু যাওয়া, আসা, শুধু স্রোতে ভাসা, মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে কটাক্ষ অশোক ভট্টাচার্যের

Spread the love

যখন প্রথমবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের দড়ি টানাটানি শুরু হয়েছিল এবং মুকুল রায় দূরত্ব তৈরি করেও পরে বলেছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে আছেন তখন প্রয়াত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী বলেছিলেন, ‘‌ঝাঁকের কই ঝাঁকে ফিরেছে।’‌ তারপর রাজ্য–রাজনীতিতে বিস্তর জল গড়ায় এবং অবশেষে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন মুকুল রায়। এবার তিনি আবার ফিরেছেন। তাতে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন তুলে ধরেছেন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

শুক্রবার মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার পর অশোক ভট্টাচার্য বলেন, ‘এটা তৃণমূল কংগ্রেস ও বিজেপির নিজস্ব ব্যাপার। বহুদিন ধরেই দেখা যাচ্ছে যে একদল লোক তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিচ্ছে। আবার পরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছে।’ তারপরই তিনি উদ্ধৃত করেন, ‘শুধু যাওয়া, আসা, শুধু স্রোতে ভাসা’। অর্থাৎ মুকুল রায় স্রোতে ভেসেছেন। আর এই স্রোতে ভাসতে গিয়ে এখানে ওখানে যাওযা–আসা করতে হয়েছে বলে বোঝাতে চেয়েছেন তিনি।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। তিনি বলেন, ‘‌মুকুল রায় যে ফিরতে চলেছেন তার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যে বিদ্রোহ দেখিয়েছিলেন তিনিই আবার সেখানে ছেলে–সহ আত্মসমর্পন করলেন। বাংলার রাজনীতিতে এটা একটা নতুন আঙ্গিক।’‌ তিনি কটাক্ষ করে বলেন, ‘‌বাংলায় যা হচ্ছে তাতে কে কোন দলে যাচ্ছেন তার হিসেব রাখতে একটা ট্র্যাকিং মেশিন দরকার৷ ছিলেন বীজপুরে, সেখান থেকে গেলেন নাগপুরে, সেখান থেকে আবার ভবানীপুরে৷ আরএসএস ঘুরে আবার দিদির কাছে চলে এলেন৷ দিদিকে উচ্ছেদ করে তৃণমূল কংগ্রেস ছাড়লেন৷ আবার সেখানেই ফিরে এলেন৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*