হাসপাতালে ভর্তি সমরেশ মজুমদার, বর্তমানে কিছুটা স্থিতিশীল

Spread the love

গুরুতর অসুস্থ বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার। বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ হলেও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। এ ছাড়াও শ্বাসনালীতেও গভীর সংক্রমণ রয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তাঁর। দ্রুত শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় ঝুঁকি নিতে চায়নি পরিবার। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সাহিত্যিককে ICU- তে ভর্তি করার পর অভিজ্ঞ চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। এক্সরে, সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা করা হয়। পাশাপাশি কোভিড পরীক্ষা করা হয়। তবে মারণ ভাইরাসের দ্বারা আক্রান্ত হননি তিনি, এ কথা জানিয়ে দিয়েছে হাসপাতাল। গত রাতের তুলনায় অনেকটাই ভালো আছেন বর্ষীয়ান সাহিত্যিক, এমনটাই দাবি চিকিৎসকদের। উল্লেখ্য, গত ১০-১২ বছর ধরে COPD-র সমস্যায় ভুগছেন সমরেশ মজুমদার।

৭৯ বছর বয়সী লেখক দুই দশক ধরে বাঙালির মনে সবসময় রয়েছেন। তাঁর লেখনীতে সৃষ্টি হয়েছে অমোঘ সাহিত্য। জমজমাট থ্রিলার লেখার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। অনিমেষ, মাধবীলতা, অর্জুন, দীপাবলি, অর্কর মতো দুর্দান্ত চরিত্রের জনক তিনি। ‘দৌড়’ থেকে শুরু করে ‘কালবেলা’, ‘কালপুরুষ’, ‘গর্ভধারিনী’, ‘হরিণবাড়ি’, ‘ফেরারি’, ‘শ্রদ্ধাঞ্জলি’, ‘বুনো হাঁস’, ‘অনুপ্রবেশ’-এর মতো দুর্দান্ত সাহিত্য বাংলাকে আরও সমৃদ্ধ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*