পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সির জামিনের আবেদন খারিজ করল ডমিনিকার হাইকোর্ট ৷ তাঁর “ফ্লাইট রিস্ক” রয়েছে, অর্থাৎ তিনি বিমানে যাতায়াতের ধকল নিতে পারবেন না ৷ এ ছাড়া ডমিনিকার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই, তাই হাইকোর্ট তাঁকে এই দ্বীপ ছেড়ে চলে যাওয়া আটকাতে কোনও শর্ত চাপাতে পারে না আদালত ৷
মেহুল চোক্সি কোর্টে জানিয়েছিল যে তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ডমিনিকার কোনও হোটেলে থাকবেন, যদিও নির্দিষ্ট কোনও ঠিকানার উল্লেখ করা হয়নি ৷ ডমিনিকার আদালত মেহুলের এই অস্বচ্ছতা উল্লেখ করে জানায় যে তাঁর বিচার এখনও শুরুই হয়নি ৷
অ্যান্টিগার একটি সংবাদসংস্থা জানিয়েছে, আপাতত তাঁকে এখুনি ভারতের হাতে তুলে দেওয়া থেকে রেহাই দিয়েছে আদালত ৷ চোক্সির আইনজীবী জানিয়েছিলেন যে মেহুলের পালিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই, তবুও কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয় ৷ এর আগে ডমিনিকার প্রধানমন্ত্রী মেহুলকে “ভারতীয় নাগরিক” হিসেবে উল্লেখ করে জানিয়েছিলেন যে একজন পলাতকের বিচারের দায়িত্ব ডমিনিকার আদালতের ৷
Be the first to comment