পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখানোর দায়িত্ব আমার: শুভেন্দু অধিকারী

Spread the love

মুকুল রায়ের তৃণমূলে ফেরার পরদিনই নাম না করে তাঁকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা ভারতবর্ষের আইনের উর্ধ্বে নয়। পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখানোর দায়িত্ব আমার।’

শনিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক দলীয় সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘স্পিকার হাতে থাকলে দলত্যাগবিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি। আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি, আমি পদ্ধতি দেখাবো। দু’মাস – তিন মাস লাগতে পারে, আমি দলত্যাগবিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো। দলত্যাগবিরোধী আইন মেনেই দলবদল করতে হবে।’

শুভেন্দু বলেন, ‘আমি নিজেও সব ছেড়ে একজন সাধারণ ভোটার হিসাবে বিজেপিতে যোগদান করেছিলাম। আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। একজন যদি সব কিছু ছেড়ে দিয়ে দল বা মত বদলান, তাতে কিছু বলার নেই। সেই সুযোগ ভারতীয় সংবিধানে রয়েছে’।

শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে বিধায়ক তিনি। এখনো বিধায়কপদে ইস্তফা দেননি মুকুল রায়। শনিবার এই নিয়ে প্রশ্নের জবাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বিধানসভার অধিবেশন এখনো শুরু হয়নি। আগে অধিবেশন শুরু হোক। ওনার (মুকুল রায়) অবস্থান স্পষ্ট হোক। তার পর দল কী পদক্ষেপ করা যায় ভেবে দেখবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*