ইউরোর দ্বিতীয় দিনেই অঘটন। কোপেনহেগেনে আয়োজিত হয়েছিল ডেনমার্ক বনাম বেলজিয়াম ম্যাচ। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন মাঠে মুখ থুবড়ে পড়ে যান। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে এই ম্যাচটি পরিত্যক্ত করতে হয়। উয়েফার পক্ষ থেকে একটা টুইট করে এই ঘটনার কথা জানানো হয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, কিছুটা সুস্থ বোধ করছেন ক্রিশ্চিয়ান এরিকসন। ডেনমার্কের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, জ্ঞান ফিরেছে এরিকসেনের। চিকিৎসা চলছে। তাঁর পরবর্তী শারীরিক পরীক্ষা করা হবে একটু পরেই।
এদিন ম্যাচের ৪০ মিনিটের মাথায় ফিনল্যান্ডের বক্সের একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন এরিকসন। তিনি থ্রো-ইন থেকে বলটা পাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেইসময় আচমকা তিনি মাঠে পড়ে যায়। পড়ার সময় তাঁর মুখটা ছিল মাটির দিকে।
সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসকেরা। তাঁদের চোখমুখ দেখে ব্যাপারটা অত্যন্ত গুরুতর বলেই মনে হচ্ছিল। তাঁরা এরিকসনের বুকে হাতের তালু দিয়ে চেপে চেপে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছিলেন। মাঠের মধ্যেই প্রায় ১৩ মিনিট ধরে চলে চিকিৎসা। কিন্তু, সেই চিকিৎসায় সাড়া না দেওয়ার কারণে এরিকসনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেইসঙ্গে ম্যাচটিকেও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
Be the first to comment