রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার প্রকাশ্যে রাজীব প্রসঙ্গে আরও বিস্ফোরক তিনি। ভোটের আগে হাওড়ায় কট্টর হিন্দুত্ববাদীদের এনে দাঙ্গা করানোর পরিকল্পনা ছিল রাজীবের, বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “খুব ধর্ম নিরপেক্ষতার কথা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন না। ১০ এপ্রিল নির্বাচন হল। ঠিক তার ৫ দিন আগে বাকড়াতে কট্টর হিন্দুত্ববাদীদের এনে মিছিল করে রায়ট বাধানোর চেষ্টা করেছিল রাজীব বন্দ্যোপাধ্যায়। তখন পর্যবেক্ষকরা নির্দেশ পুলিশ সেই মিছিল আটকে দেয়। পুলিশও তো তখন নির্বাচন কমিশনের আন্ডারে ছিল। আর পর্যবেক্ষকরা তো আমাদের লোক নন। তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায় যদি সেদিন মিছিল করত, কী হত? বাকড়াতে তো দাঙ্গা লেগে যেত! আজকে খুব চোখ পাল্টি করে ধর্ম নিরপেক্ষতার কথা বলছ?”
প্রসঙ্গত, শনিবার কুণাল ঘোষের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে প্রকাশ্যেই তিনি বিজেপির নীতির সমালোচনা করেন। সূত্র বলছে, রাজীব নাকি কুণালের কাছে এও বলেছেন, এ রাজ্যে সিএএ ও এনআরসি জারি করে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। কুণাল-রাজীব সাক্ষাতের ২৪ ঘণ্টার ব্যবধানেই রাজীব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অবশ্য শনিবারই এ প্রসঙ্গে কল্যাণ বলেছিলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভ্যালু ইজ জিরো, সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর ওঁকে নিলে কী উপকারিতা হবে না অপকারিতা হবে, সেটা দল বুঝবে! কুণাল যদি সিদ্ধান্ত নেয় নেবে…”
Be the first to comment