রবিবার পার্থ চট্টোপাধ্যায়র বাড়িতে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে প্রয়াত হন পার্থবাবুর মা শিবানী চট্টোপাধ্যায়। খবর পেয়ে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা সেখানে পৌঁছন। প্রথমেই নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর একে একে অন্যান্যরাও পৌঁছন সেখানে। এরইমধ্যে হন্তদন্ত হয়ে সেই বাড়িতে ঢুকতে দেখা যায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আট মিনিট মত সেখানে ছিলেন রাজীব। বেরোনোর সময় বলে গেলেন, “আজ কোনও কথা নয়।”
রবিবার দুপুর তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন শিবানী দেবী। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্রের খবর বার্ধক্যজনিত অসুস্থতাই তাঁর মৃত্যুর কারণ।
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজীবের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। সেই সম্পর্কের জোর থেকেই বিজেপি যোগের আগে একাধিকবার নাকতলার এই বাড়িতেই পার্থ তাঁকে ডেকেছিলেন। কিন্তু সে সময় রাজীবও বিজেপিতে যেতে উঠেপড়ে লেগেছিলেন। তাঁকে আটকানো যায়নি। রবিবার আবারও সেই বাড়িতেই রাজীব। আট মিনিট ছিলেন সেখানে। বেরিয়ে সংবাদমাধ্যমকে বলেন, আজ তিনি কিছু বলবেন না।
Be the first to comment