ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারালো ইংল্যান্ড, একমাত্র গোল স্টারলিং-এর

Spread the love

চলতি ইউরো কাপের যাত্রাটা বেশ ভালোই শুরু করলো ইংল্যান্ড। রবিবার তারা ক্রোয়েশিয়াকে ১-০ গোলে পরাস্ত করে। ম্যাচের জয়সূচক গোলটি করেছেন রহিম স্টারলিং। সেইসঙ্গে ইংল্যান্ডের ঝুলিতে গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্টও চলে এলো। এদিন ম্যাচের প্রথমার্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ইংল্যান্ড। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে তারা একটাও গোল করতে পারেনি। তবে সুযোগ যে তাদের কাছে আসেনি, তা একেবারেই নয়। সবথেকে ভালো সুযোগটা পেয়েছিলেন ফিলিপ ফডেন। কিন্তু, তাঁর শটটি গোলপোস্টে ধাক্কা খেয়ে প্রতিহত হয়।

তবে ২৩ নম্বর জার্সিধারী কেলভিন ফিলিপস, মাঝমাঠে যথেষ্ট সক্রিয় ছিলেন। অন্যদিকে, এই ম্যাচের সঙ্গে নিজেদের মানিয়ে নিতেই ক্রোয়েশিয়ার প্রথমার্ধ কেটে যায়। সকলেই তাকিয়ে ছিলেন দ্বিতীয়ার্ধের দিকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিটা মেরে বেরিয়ে যান ইংল্যান্ডের রহিম স্টারলিং। ৫৭ মিনিটে তিনি দলকে ১-০ গোলে এগিয়ে দেন। তবে এই গোল করার ক্ষেত্রে তাঁকে সাহায্য করেন তাঁরই দলের সতীর্থ কেলভিন ফিলিপস। ফিলিপসই ক্রোয়েশিয়ার রক্ষণ ভেদ করে রহিমকে অসাধারণ একটা পাস দিয়েছিলেন। সেই বল পাওয়ার পর বিপক্ষের জালে জড়িয়ে দিতে বিন্দুমাত্র ভুল করেননি স্টারলিং।

আগামী শুক্রবার ইংল্যান্ডকে স্কল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হবে। অন্যদিকে গ্লাসগোয় চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলতে নামবে ক্রোয়েশিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*