চুম্বকের টানে শরীরে আটকাচ্ছে পয়সা, চামচ, হাতা, খুন্তি! খবরের শিরোনামে শিলিগুড়ির “ম্যাগনেট ম্যান”

Spread the love

করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে চৌম্বকীয় শক্তি! করোনার ভ্যাকসিন নেওয়ার পর শরীরে চুম্বকের মতো আটকে যাচ্ছে ধাতব পদার্থ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতনগর এলাকায়। পেশায় গাড়ি চালক নেপাল চক্রবর্তী। তাঁর দাবি এমন ঘটনাই ঘটেছে তাঁর সঙ্গে। আর এই ঘটনা ঘিরে  শিলিগুড়িতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

নেপাল চক্রবর্তী জানান, চামচ দিয়ে খেতে খেতে তিনি টিভিতে খবর দেখছিলেন। সেখানে হিন্দিভাষী একটি চ্যানেলে তিনি দেখেন এক ব্যক্তি দুটো ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে হাতা খুন্তি লেগে যাচ্ছে। ঠিক যেমন চুম্বকে লেগে যায় তেমনই। কৌতুহল বশত তিনিও নিজের শরীরে তা পরীক্ষা করতে যান। ওই ব্যক্তি জানিয়েছেন, পরীক্ষা করতে গিয়েই তিনি দেখেন তাঁর শরীরের পয়সা সহ হাতা খুন্তি এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে। মুহূর্তেই তা জানাজানি হয়ে যায়।

নেপাল চক্রবর্তী আরও জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে কোনো অস্বস্তি হয়নি। তবে কিছু ধাতব পদার্থ শরীরে আটকে যাওয়ার ঘটনায় তিনি অবাক হয়ে যান। এরপর আজ রবিবার তিনি যান শিলিগুড়ি হাসপাতালে। ডাক্তার দেখিয়ে তিনি নিশ্চিত হতে চান কি কারণে এই ঘটনা ঘটল।  

এ ব্যাপারে চিকিৎসক শঙ্খ সেন বলেন, ভ্যাকসিন নেওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে কি না তা বলা মুশকিল। হয়ত তাঁর শরীরে আগেই এমন হত তা আগে দেখা হয়নি। তাঁর উচিত স্বাস্থ্যবিভাগে বিষয়টি জানানো। ভ্যাকসিন নেওয়ার পর এই ঘটনা না কি তাঁর শরীরে এমন কোনও রোগ রয়েছে তা অতি সত্বর পরীক্ষা করে খুঁজে বের করা প্রয়োজন। দেশে ২০ কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন।  তাঁদের কারোর ক্ষেত্রে এখনও পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটেনি। তাই দু একটি বিক্ষিপ্ত ঘটনায় এটা বলা যায় না যে ভ্যাকসিন নেওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*