শীতলকুচি কাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব। দেবশিস ধরকে তলব করল সিআইডি। ১৮ জুন সকাল সাড়ে ১১টায় তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগেই দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয়েছে।
১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিতে চারজনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সময় কোচবিহারের পুলিস সুপার ছিলেন দেবশিস ধর। তিনি জানিয়েছিলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। ইতিমধ্যে শীতলকুচি কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি। সূত্রের খবর, ওই ঘটনার পূঙ্খানুপূঙ্খ তথ্য পেতেই এবার দেবাশিস ধরকে তলব করেছেন গোয়েন্দারা।
Be the first to comment