কৃষকের অধিকার রক্ষার দাবিতে লড়াই জারি থাকবে। সিঙ্গুর আন্দোলনের কথা তুলে ধরে ফের কৃষকদের পাশে দাঁড়ানোর শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত সিঙ্গুর আন্দোলনের দশম বর্ষপূর্তিতে খোদ তৃণমূল সুপ্রিমো এবার জাতীয় ক্ষেত্রে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে চাইলেন এবং এই দুর্দশার জন্য কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় সরকারকে।
সোমবার টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দশ বছর আগে এই দিনেই রাজ্য বিধানসভায় সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্য়ান্ড ডেভেলপমেন্ট বিল পাশ হয়। বহু লড়াই ও বিতর্কের পর ওই বিল পাশ হয়েছিল। আমরা কৃষকদের অধিকার রক্ষার জন্য যৌথভাবে লড়াই করব। তাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনব।’
পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রের উদাসীনতার জন্য জাতীয় ক্ষেত্রে কৃষকদের নানা দুর্ভোগ হচ্ছে, এটা আমাকে যন্ত্রণা দেয়। আসুন, আমাদের সমাজের মেরুদণ্ডকে সুরক্ষিত করার স্বার্থে আমাদের যৌথভাবে লড়াই চালিয়ে যেতে হবে। তাদের অধিকার রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।’
প্রসঙ্গত ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন। কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে জাতীয় স্তরে মিছিল করার ব্যাপারে তাঁকে আশ্বাস দিয়েছিলেন মমতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত হিন্দি বলয়ে কৃষকদের পাশে থাকে বিজেপি বিরোধী আন্দোলনের অন্য়তম মুখ হয়ে উঠতে পারেন মমতা। তারই প্রস্তুতি শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এবারও সিঙ্গুরের জমি বিল পাশ হওয়ার দশম বর্ষপূর্তিতে সেই কৃষকদের পাশে থাকা. জাতীয়স্তরে কৃৃষক ঐক্যের ডাক দিচ্ছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় যা বিজেপির মাথাব্যাথার অন্যতম কারণ হতে পারে।
Be the first to comment