বিজেপি ছেড়ে মুকুল রায় তৃণমূলে ফিরেছেন। আর সেই প্রসঙ্গে রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারী। এরই মধ্যে তাঁর বাবা শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছে দরবার করল তৃণমূল কংগ্রেস। সোমবার আবারও ওম বিড়লাকে ফোন করলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায়।
আগেও একাধিকবার শিশির-সুনীলের সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হয়েছে তৃণমূল। দু’বার তাঁকে চিঠি লেখা হয়। ফোনেও একাধিকবার আবেদন করা হয়। আজ ফের একবার স্পিকারকে ফোন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্পিকার ওম বিড়লা।
প্রসঙ্গত, খাতায় কলমে কাঁথি লোকসভার তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। কিন্তু একুশের বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন সুনীল মণ্ডল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য আরও একটি সভামঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদকেও।
Be the first to comment