করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধের মেয়াদ আরও বাড়লো। আগামী ১ জুলাই পর্যন্ত বহাল থাকবে কার্যত লকডাউন। তবে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হল। খুলছে, অফিস, শপিং মল। ২৫ শতাংশ কর্মী নিয়ে সমস্ত সরকারি অফিস চালু থাকবে। বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। কর্মীরা কীভাবে অফিস যাবেন, পরিবহণের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট অফিস। যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরাই পার্কে মর্নিং ওয়াক করতে পারবেন।
দোকান-বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকতে পারে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ, বার খোলা থাকবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল। ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে শপিং মল। সর্বোচ্চ ৩০ শতাংশ ক্রেতা কসঙ্গে শপিং মলে যেতে পারবেন। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনো যাবে না। জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় বেরনো যাবে না। আপাতত লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা বন্ধ থাকছে। স্পা, সেলুন বন্ধ থাকবে।
১৬ জুন থেকে কী কী খুলছে? দেখুন এক নজরে…
সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বেসরকারি সংস্থা খোলা থাকবে। তথ্যপ্রযুক্তি সংস্থা ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে। যাতায়াতের জন্য ই-পাস লাগবে।
২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সরকারি অফিস।
ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে পার্কে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মর্নিং ওয়াক করতে পারবেন।
শপিং মল খুলছে। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ। সর্বোচ্চ ৩০ শতাংশ ক্রেতা একসঙ্গে ঢুকতে পারবেন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।
দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে।
স্টাফ স্পেশাল ট্রেন চালু থাকবে।
সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
দোকান-বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা।
দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ, বার খোলা থাকবে, রাখতে হবে ৫০ শতাংশ আসন।
৫০ জনকে নিয়ে শুটিং শুরু করা যাবে। মাস্ক ও টিকা বাধ্যতামূলক।
স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বন্ধ থাকবে লোকাল, বাস, মেট্রো ট্রেন।
সাংস্কৃতিক, বিনোদনের জন্য ভিড় করা যাবে না।
বিউটিপার্লার, স্পা, জিম, মাল্টিপ্লেক্স ও সিনেমা হল বন্ধ থাকবে।
বিবাহ ও অন্য়ান্য সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি থাকবে না।
রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ছাড় অত্যবশ্যকীয় পরিষেবাকে।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, জরুরি কারণে অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব চালু রাখা যাবে।
Be the first to comment